ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর থেকে

কাজির বাজার ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১২ নভেম্বর থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় আবেদন গ্রহণের এ সময় নির্ধারণ করা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এর পর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি।
এই প্রক্রিয়ায় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে শূন্য আসনের তথ্য চেয়েছে মাউশি। ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এসব তথ্য দিতে হবে। কোনো শ্রেণি শাখার জন্য শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানপ্রধানেরা প্রতিষ্ঠান-সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন। প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।
এবার কোটায় ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এত দিন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। না পাওয়া গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে।

নবীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নবীগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে আব্দুর রউফ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার আব্দুর রউফকে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের রজব আলীর ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে আব্দুর রউফ তার স্ত্রী মিনা বেগম ওরফে জয়ফুল বিবিকে (৪৫) পারিবারিক কলহের জেরে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রবিবার রাতেই আব্দুর রউফকে আটক করে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় সোমবার বিকেলে ছেলে সমুজ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ আব্দুর রউফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

ধর্মপাশায় জুয়া খেলার দায়ে ৭ জনকে জেল ও একজনকে জরিমানা

ধর্মপাশা সংবাদদাতা

সুনামগঞ্জের ধর্মপাশা প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জনকে আটক করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান। এসময় সাথে ছিলেন থানার এসআই বদিউজ্জামাল, উজ্জ্বল মোল্লা ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন, পাইকুরহাটি ইউনিয়নের চকিয়াপুর গ্রামের রুমান (২২), বাপ্পী (২০), বরইহাটি গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫), পাইকুরাটি গ্রামের উত্তম দে (৩৫), মানিক (২৭), বারহাট্টার বাহাদুরপুর হাইউল মিয়া (২৪) এবং জুয়েল মিয়া (১৮)। তাদের মধ্যে রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদÐ এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদÐের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। আটক জুয়েল মিয়া জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ অলিদুজ্জামান বলেন, যুব সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় জুয়া খেলায়। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

সুনামগঞ্জে আ.লীগ অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবি, সোম ও মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ও রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুবলীগ নেতা ইব্রাহিম আলী জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার মৃত গণির মিয়ার ছেলে। আওয়ামী লীগ নেতা বজলুর রহমান বকুল খাগাউড়া গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। ইব্রাহিম আলীকে উপজেলা সদরের ডাকবাংলো এলাকা থেকে ও নিজ বাড়ি থেকে বজলুর রহমান বকুলকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
এদিকে, সুনামগঞ্জের ছাতকে নাশকতার মামলায় ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগ নেতা সাজল আহমদ (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আলমপুর গ্রামের মৃত আকলুছ আলীর ছেলে ও উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা শ্রমীকলীগ নেতা।
থানার অফিসার ইনচার্জ গোলাম কিরবিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন কর্মসূচি

 

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২ নভেম্বর ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ কমিশনার (পিপিএম সেবা) মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেটের সকল সমবায়ীদের আহবান জানিয়েছেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। বিজ্ঞপ্তি

২০৪৩ সালের মধ্যে গোটা ইউরোপ দখল করবে মুসলিমরা

কাজির বাজার ডেস্ক

বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার রহস্য নারী বাবা ভাঙ্গা মারা গেছেন ১৯৯৬ সালে। মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। কিন্তু অন্ধ হয়েও আধ্যাত্মিক এই নারীর অনেক ভবিষ্যদ্বাণীই বাস্তাবায়ন হয়েছে যাচ্ছে বছরের পর বছর ধরে। দাবি করা হয়Ñ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন, কমিউনিস্ট জমানার অবসান, যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার একগুচ্ছ ভবিষ্যদ্বাণী। তিনি বলেছেন, ২০২৫ সাল থেকেই পৃথিবীর ধ্বংস শুরু হবে। তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। মানবসমাজের কাছেও নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। তার পরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন, কমিউনিস্ট শাসনের অবসান, ১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয়, সোভিয়েত প্রধান জোসেফ স্ট্যালিনের মৃত্যু থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা, ২০০৪ সালের ভয়াবহ সুনামিÑ নিজের জীবদ্দশায় এই সব কিছুই বলে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। এমনকি নিজের মৃত্যুর দিনও আগে থেকে জানিয়ে রেখেছিলেন তিনি। ঠিক সেই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার।
এদিকে ফরাসি জ্যেতিষী নস্ত্রাদামুসও একই ধরনের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তার মতে, ২০২৫ সালে ইউরোপজুড়ে বিরাট যুদ্ধ এবং সংঘাত সৃষ্টি হবে।
বাবা ভাঙ্গা বা নস্ত্রাদামুস-দুজনের ভবিষ্যদ্বাণী নিয়ে রয়েছে বিতর্ক। আদৌ তাদের কথায় বিশ্বাস করা যায় কিনা সেই নিয়ে চর্চাও রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রেখে এটুকু বলা যায়, ২০২৫ সালেও চলবে রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-হামাসের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে সেই যুদ্ধ শেষে কী পরিণতি হবে গোটা বিশ্বের, উত্তর রয়েছে সময়ের গর্ভেই।

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ২৮০ বন্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাতে ওসমানীনগর থানার সামনে চেকপুস্ট বসিয়ে ২শ ৮০ বস্তায় ১৪ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। এই ঘটনায় চিনি বোঝাই ট্রাক জব্দসহ আটক করা হয় ৪জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে সিলেট-ঢাকা সমাসড়কে চেকপুস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় তল্লাশী করে একটি ট্রাকসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বশিদেবপুর গ্রামের মগর আলীর পুত্র মোতালেব মন্ডল(৩০), সিরাজগঞ্জ জেলার কামারকন্দ উপজেলার বড়দুল গ্রামের মৃত জেল হক মন্ডলের পুত্র বিপ্লব হাসান(২০), হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দুলাল মিয়ার পুত্র আমিনুল ইসলাম (২৮), সিলেট শহরের শেখঘাট এলাকার রেবতী মোহনের পুত্র স্বরজিত মোহন চন্দ্র ওরুপে রিপন (৪০)।
গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ বাদি হয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই নূর হোসেন।

দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জ উপজেলার ল²ীপাশা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। সোমবার দুপুরে ও রবিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি টিম সোমবার দুপুরে মোগলাবাজার ইউপি কার্যালয় থেকে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। গ্রেফতারকৃত সাইস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই গ্রামের ইসহাক আলীর ছেলে।
২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।
পুলিশ জানায়, রবিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ল²ীপাশা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন (জেবুল)-কে ইউনিয়ন পরিষদ কার্যালয়কে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারকৃত মাহতাব উদ্দিনের বাড়ি উপজেলার ল²ীপাশা ইউনিয়নের বাসিন্দা। ইউপি চেয়ারম্যান জেবুল ছাত্র-আন্দোলনের সময় গোলাপগঞ্জে গুলিতে নিহত কিশোর সানি আহমদসহ (১৮) একাধিক হত্যা মামলার আসামি। এদিকে গ্রেফতারকৃত চেয়ারম্যান জেবুলকে রবিবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিতে মারা যান ৭ জন। এর মধ্যে একজন গোলাপগঞ্জের রায়গড় গ্রামের কয়ছর আহমদের ছেলে সানি আহমদ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে সানিসহ কয়েকটি মামলায় ল²ীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন (জেবুল)-কে আসামি করা হয়। মামলার পর আত্মগোপনে চলে যান তিনি। তবে সম্প্রতি প্রকাশ্যে এসে ইউপি কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন। পরে রবিবার তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।

৫ দিনের মধ্যে পাথর কোয়ারী খুলে দেয়ার দাবি

বৃহত্তর সিলেটের পাথর ও বালু মহাল নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বৃহত্তর সিলেটের পাথর ও বালু মহাল নিয়ে পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আন্দোলনের প্রধান উপদেষ্টা মো. জুলহাস উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও আন্দোলনের সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন।
তিনি বলেন, বৃহত্তর সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন পাথর ও বালু মহাল দীর্ঘ ৭ বছর ধরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারী ও বিভিন্ন বালু মহাল থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ ছিল। দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় এ অঞ্চলের প্রধানতম বারকী পেশায় সম্পৃক্ত দশ লক্ষাধিক মানুষ ও বিশ সহস্রাধিক ব্যবসায়ী আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ইতিমধ্যে শত শত ব্যবসায়ী ব্যাংক ঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হয়ে পড়েছে। বেশ কয়েকজন ব্যবসায়ী ঋনের বোঝা সইতে না পেরে ইতিমধ্যে আত্মহত্যা করেছে এবং অনেকে প্যারালাইজড হয়ে বিছানায় চটফট করছে। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। দিনমজুর শ্রমিকেরা তাদের কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে পরিবার পরিজন পরিচালনা করছে। কিন্তু এলাকায় কাজকর্ম না থাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে হাজার হাজার শ্রমিক পালিয়ে বেড়াচ্ছে।
তিনি ৫ দিনের মধ্যে পাথর কোয়ারী খুলে না দিলে শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, তিন দিনের মধ্যে আটককৃত বারকি নৌকা ফেরত ও মামলা প্রত্যাহারের জন্য আসামী ২৯ অক্টোবর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ, ৩ দিনের মধ্যে আটককৃত বারকি নৌকা ফেরত এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ০১ নভেম্বর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, ০৩ নভেম্বর সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক এবং সিলেট-জাফলং মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। এরপরও যদি উপজেলা ও জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহন না করেন তাহলে তারা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সাথে মতবিনিময় ও গোলটেবিল বৈঠক করে ভোখানাঙ্গা মিছিল, মানববন্ধন, গণসমাবেশ, ইউএনও ও ডিসি অফিস ঘেরাও, আমরণ অনশন, ঢাকা অভিমুখে লংমার্চ এবং সর্বশেষ স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আব্দুর রহিম, ইয়াছিন আলী, জহিরুল ইসলাম, আজমল হোসেন, শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক বাদল, জাফলংয়ের বিশিষ্ট পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদ, নানু মিয়া চৌধুরী, সুমন আহমদ, রাহাদুজ্জামান, বিছনাকান্দির পাথর শ্রমিক নেতা আমির হোসেন, ছয়ফুল আলম, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ তুফায়েল, কোম্পানীগঞ্জের শ্রমিক নেতা ফয়জুল ইসলাম, সাইদুর রহমান, কালা মিয়া, সুরুজ মিয়া, বাসির মিয়া, ইদ্রিছ মিয়া, গণমাধ্যম কর্মী মঈন উদ্দিন মিলন, ছাত্রনেতা লিটন মিয়া, আরিফ আহমেদ সুমন, ইকবাল হোসেন ইমন প্রমুখ।

তাহিরপুরে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক সভা

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুরে নারী অধিকার ও সুরক্ষা বিষয়ক মতামত অনুষ্ঠিত হয়েছে। নারী এগিয়ে চলা প্রকল্পের উদ্যোগে সোমবার তারিপুর উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লা আল নোমান, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন রায়, সমবায় কর্মকর্তা আশীষ সরকার, নারী এগিয়ে চলা প্রকল্প কর্মকর্তা ফাতেমা তুজ জুবাইদা, প্রকল্প কর্মসুচি কর্মকর্তা তন্বী সোম, সদস্য রেহানা সামদানী, লিপি রোজারিও, সুষমা জাম্বিল প্রমুখ।