ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জনকে আটক করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান। এসময় সাথে ছিলেন থানার এসআই বদিউজ্জামাল, উজ্জ্বল মোল্লা ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন, পাইকুরহাটি ইউনিয়নের চকিয়াপুর গ্রামের রুমান (২২), বাপ্পী (২০), বরইহাটি গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫), পাইকুরাটি গ্রামের উত্তম দে (৩৫), মানিক (২৭), বারহাট্টার বাহাদুরপুর হাইউল মিয়া (২৪) এবং জুয়েল মিয়া (১৮)। তাদের মধ্যে রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদÐ এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদÐের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। আটক জুয়েল মিয়া জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ অলিদুজ্জামান বলেন, যুব সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় জুয়া খেলায়। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।