ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪

5

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ২৮০ বন্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাতে ওসমানীনগর থানার সামনে চেকপুস্ট বসিয়ে ২শ ৮০ বস্তায় ১৪ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। এই ঘটনায় চিনি বোঝাই ট্রাক জব্দসহ আটক করা হয় ৪জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে সিলেট-ঢাকা সমাসড়কে চেকপুস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় তল্লাশী করে একটি ট্রাকসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বশিদেবপুর গ্রামের মগর আলীর পুত্র মোতালেব মন্ডল(৩০), সিরাজগঞ্জ জেলার কামারকন্দ উপজেলার বড়দুল গ্রামের মৃত জেল হক মন্ডলের পুত্র বিপ্লব হাসান(২০), হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দুলাল মিয়ার পুত্র আমিনুল ইসলাম (২৮), সিলেট শহরের শেখঘাট এলাকার রেবতী মোহনের পুত্র স্বরজিত মোহন চন্দ্র ওরুপে রিপন (৪০)।
গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ বাদি হয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই নূর হোসেন।