উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ॥ কানাইঘাটে মেয়র পদে দলীয় সমর্থন পেতে ৮ জনের প্রার্থীতা ঘোষণা

46

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা গতকাল শনিবার সকাল ১১টায় সদর ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘদিন পর অনুষ্ঠিত উপজেলা আ’লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও মূলত আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী। আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, কানাইঘাট উপজেলা আ’লীগকে সু-সংগঠিত করার জন্য এবং পৌর নির্বাচনে যাকে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী মনোনীত করা হবে তাকে বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অধ্যাপক লোকমান হোসেন, নিজাম উদ্দিন আল মিজান, রফিক আহমদ, মাসুদ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এড. মামুন রশীদ, এড. আব্দুস সাত্তার, জালাল আহমদ, রিংকু চক্রবর্তী, উপজেলা আ’লীগের সদস্য সিরাজুল ইসলাম, ওলিউর রহমান, সাইফুল আলম, দুদু মিয়া প্রমুখ। বর্ধিত সভায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন ও সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের নেতাকর্মীদের সমর্থন চেয়ে প্রার্থীতা ঘোষণা করেন, বর্তমান মেয়র উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আ’লীগের সদস্য ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এড. মামুন রশিদ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক চিত্রশিল্পী ভানু লাল দাস, জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম, প্রার্থীতা ঘোষণা করেন। এক্ষেত্রে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
বর্ধিত সভায় কেন্দ্রের সিদ্ধান্ত মতে জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা বসে পরবর্তীতে মেয়র পদে আ’লীগ সমর্থিত একক প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কানাইঘাট পৌর আ’লীগের ওয়ার্ড কমিটি ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ও ৯নং রাজাগঞ্জ ইউপি আ’লীগের কাউন্সিল স্বল্প সময়ের মধ্যে করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়।