কমলগঞ্জে ৫শ’ আসন বিশিষ্ট অডিটোরিয়াম এর উদ্বোধনকালে আব্দুস শহীদ এমপি ॥ শীঘ্রই হামহাম রাস্তা পাকাকরণ কাজের উন্নয়ন করা হবে

59

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
সাবেক চীফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস 101শহীদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সাহসী নেতৃত্বের কারণে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। এই বিচারের মাধ্যমে জাতিকে তিনি কলঙ্কমুক্ত করছেন। বিশ্বের কোনো চাপের কাছে বঙ্গবন্ধুর মতোই নতিস্বীকার করেননি প্রধানমন্ত্রী। সরকারের নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে তিনি পালন করছেন। দুই শীর্ষ যুদ্ধাপরাধী প্রাণভিক্ষা প্রার্থনা করে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধী শক্তি কোনোদিন এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, শেষও হবে। পিএসসি পরীক্ষার সময় আন্দোলন সংগ্রামের নামে গাড়ি জ্বালিয়ে যারা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩ কোটি ৬৯ লক্ষ ৬৩ হাজার ৬৯০ টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক নির্মিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ।