শায়েস্তাগঞ্জে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা

59

কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ থেকে :
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন কে ঘিরে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা। আর এ প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে পোস্টার ব্যানার ফেস্টুনে। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সর্বত্রই ব্যানার পোষ্টার ফেস্টুন টানিয়ে ঈদ ও পূজার শুভেচ্ছা ও দোয়া চেয়েচেন সম্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীরা। এ মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসে নির্বাচন হবে এমন ঘোষণা আসার পর থেকে বসে নেই সম্ভাব্য কাউন্সিলর মেয়র প্রার্থীরা। এবার নতুন মাত্রা যোগ হয়েছে দলীয় প্রতীকে নির্বাচন শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ ও কর্মী সমাবেশ মিটিং করছেন। বিয়ে মিলাদ মাহফিল ইসলামী সম্মেলন এমনকি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জন সমর্থন আদায়ের প্রাণপণ চেষ্টা করছেন। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনা আসায় প্রধান দুই দলের রাজনৈতিক দলের মনোনয়ন লাভে আগ্রহী প্রাথীরা দলের ঊধ্বর্তন নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আবার অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি এর কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন নানা ভাবে। শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাম শুনা যাচ্ছে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ম্যাক্সি মালিক সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাপ করছেন  বর্তমান পৌর মেয়র পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ আহমেদ অলি, পৌর যুবদলের সভাপতি বর্তমান কাউন্সিলর হাজ্বী মোঃ আব্দুল মজিদ, জাতীয় পার্টি থেকে পৌর জাতীয় পার্টির সভাপতি পুরানবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আঃ কাইয়ূম এর নাম শোনা যাচ্ছে। এছাড়াও পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  রয়েছেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ জালাল উদ্দিন রুমি ও লন্ডন প্রবাসী সাবেক ফুটবলার মোঃ আব্দুর রকিব। এরমধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। তবে তার কর্মী সমর্থকরা পাড়া মহল্লায় ব্যাপক গণ-সংযোগ করছেন। এছাড়া ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলরও মহিলা কাউন্সিলর পদে প্রায় অর্ধশতাধিক প্রার্থী গনসংযোগ সভা সমাবেশ করছেন। পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৫শত ৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬হাজার ২শত ৭৬জন আর মহিলা ভোটার ৭হাজার ২শত ৭৫জন।