শিক্ষার মানোয়ন্নয়নে শিক্ষার্থীদের পড়লেখায় মনোযোগী হতে হবে — মাহমুদ উস সামাদ এমপি

32

সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার মানোয়ন্নয়নে পাঠদানে শিক্ষকদের এবং পড়লেখায় শিক্ষার্থীদের আরো মনোযোগী হতে হবে। একটি শিক্ষিত জাতিই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে। লেখাপাড়ার পাশাপাশি লেখাধূলার প্রয়োজন রয়েছে, তবে লেখাপড়ার প্রতি বেশি বেশি মনোযোগী হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে আন্তরিক। তিনি পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে অনেকই এখন দেশে-বিদেশে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২ মে শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে ও শিক্ষিকা আজিমা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানোয়ারুল হক, ফেঞ্চুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক সুলেমান আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, মাহমুদ উস সামাদ চৌধুরী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আলতাউর রহমান রুন, সদস্য শেখ মোঃ এনামুল হক, আরাফ উদ্দিন, ইউনুছ আলী, মানিক লাল দেবনাথ, মুক্তি রাণী চক্রবর্তী ও দিলরুবা মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডি.এম ফয়সল প্রমুখ। বিজ্ঞপ্তি