তাহিরপুরে ৩ টন চোরাই কয়লা জব্দ

40

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চোরাইপথে আসা ৩ টন কয়লা জব্দ করেছে বিজিবি। যার মূল্য ৩৩ হাজার ৭শত ৫০টাকা। স্থানীয়রা জানায়-গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এসআই জামালের মদদে ৩টি চাঁদাবাজি মামলা আসামী চোরাচালানী আজাদ মিয়া প্রতি কয়লার বস্তা থেকে ২০টাকা করে চাঁদা নিয়ে তার সহযোগী চোরাচালানীদেরকে দিয়ে টেকেরঘাট সীমান্তের ১১৯৯পিলার সংলগ্ন রজনী লাইন ও বুরুঙ্গা ছড়া এলাকা দিয়ে ভারত থেকে কয়লা পাচার করে মজুদ করার সময় পৃথক অভিযান চালিয়ে ৩টন কয়লা আটক করে বিজিবি। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে আজাদ মিয়া মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা তৎপর রয়েছি।