শান্তি শৃংখলা স্থিতিশীল রাখতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে —-অলিউর রহমান চৌধুরী

20

ছাতক থেকে সংবাদদাতা :
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, অন্য যে কোন সময়ের চাইতে বর্তমানে এখানের আইন শৃংখলা পরিস্থিতি অনেকটা ভালো। মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধে আইনশৃংখলা ও সীমান্তরক্ষী বাহিনী কার্যকর ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতা ও হানাহানি এখানে তেমন নেই। সম্প্রতি পেট্রোল বোমায় গাড়ী পুড়ানো ও শিশু অপহরণের পর হত্যা এ দু’টি বিষয় এখানে সম্পূর্ণ নতুন। এর আগে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এ অঞ্চলে আর ঘটেনি। আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য প্রশাসনকে সর্তক দৃষ্টি রাখতে হবে। এখানে শান্তি শৃংখলা স্থিতিশীল রাখতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী হাইস্কুল এন্ড কলেজে আইন শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বিশিষ্ট রাজনীতিবিদ আবু নছর ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও প্রিন্সিপাল সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য পীর মোহাম্মদ আলী মিলন, যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা আবাব মিয়া, মাষ্টার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন, সোলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নজির হোসেন, বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবাজ আলী, সদস্য হাজী তৈমুছ আলী, হাজী আজিজুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত, শিক্ষক আব্দুল মুকিত, যুবলীগ নেতা কাওসার আহমদ, ফয়জুল ইসলাম ফজল প্রমূখ। সভা শেষে ঝিগলী হাইস্কুল এন্ড কলেজের ৭০লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।