ছাতকে মিনিবাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

17

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মিনিবাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জালাল উদ্দিন(৩৫)নামের এক যাত্রী নিহত ও ৪জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া রাজনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জালাল উদ্দিন জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের নেকবর আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির বিরতিহীন যাত্রীবাহী মিনিবাসের (নং-সিলেট জ-১১-০৫০৫) সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার (নং-সিলেট থ-১২৮১২৩) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিক্সাটি ছিটকে পড়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী জালাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো ৪ সিএনজি অটোরিক্সার যাত্রী। গুরুতর আহত সোনা মিয়া(৪০) নামের এক যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আন্যান্য আহতদের কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মিনিবাস ও সিএনজি অটোরিক্সা আটক ও লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে।