জগন্নাথপুরে ওসির জেরায় হাফিজ আটক

25

potoজগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ওসির জেরারমুখে হাফিজ আবুল কাশেমকে (৪৫) আটক করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার বিকেলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের জেরারমুখে তাকে আটক করা হয়। গত সোমবার রাতে হাফিজ আবুল কাশেমের বাড়িতে মুখোশধারীদের হামলায় নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে গত বুধবার  হাফিজ আবুল কাশেমের উদ্বৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এস আই মজিবুর রহমান জানান, ছাতক উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মনির উদ্দিন হাফিজ আবুল কাশেমকে বিশ্বাস করতো। সে ওই প্রবাসীর সরলতার সুযোগ নিয়ে তার ৬ লক্ষ টাকা আত্মসাতের জন্য সে নিজে এ ঘটনা সাজিয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে হাফিজ আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইসলামী লেবাস বা ডিগ্রি দেখে প্রতারিত না হওয়ার জন্য সকল প্রবাসী এবং দেশের ধনাঢ্য ব্যক্তিদের জন্য এ ঘটনাটি একটি দৃষ্টান্ত মাইলফলক হয়ে থাকবে।