সুরমা ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

85

সিলেট পলিটেকনিক ইন্সিটিটিউটের সুরমা ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে গতকাল ২৩ মার্চ সোমবার সকালে ক্যাম্পাসে ছাত্রাবাসের ছাত্ররা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট সফলের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।
পলিটেকনিক ইন্সিটিটিউটের সুরমা ছাত্রাবাসের ছাত্র মোঃ শান্ত আহম্মেদ শান্ত’র সভাপতিত্বে ও মোঃ জাকির হোসেন জাকির পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র উদয় খান, কানন, রাজু, সোহাগ ও রূপক।
বক্তারা বলেন, দেশে বিভিন্ন স্থান থেকে ভর্তি হওয়া ছাত্ররা এ ছাত্রাবাস থেকে পড়ালেখা করে আসছে। হঠাৎ করে প্রশাসন অনির্দিষ্টকলের জন্য সুরমা ছাত্রবাস বন্ধ করে দেয়াই বসবাসকারী ছাত্রদের পড়ালেখায় বিঘœ ঘটছে। এমনি অনেক গরীব মেধাবী ছাত্ররা মেসে থেকে পড়ালেখা করতে পারছেনা। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে সুরমা ছাত্রবাসা খুলে দেয়া জন্য ইন্সিটিটিউটের প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। অন্যথায় সুরমা ছাত্রবাসা খুলে না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট চলবে। বিজ্ঞপ্তি