আজ থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

38

hortal_sm_422314292কাজিরবাজার ডেস্ক :
আজ রবিবার সকাল ৬টা থেকে আগামী বুধবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
গতকাল শনিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
এ ছাড়া সোমবার (৯ মার্চ) দেশের সব  জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি।
বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ২০ দলীয় জোটের উদ্যোগে রবিবার সকাল ৬টা থেকে বুধবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের ডাক দেন সালাহ উদ্দিন আহমেদ।
তিনি আরো জানান, হরতালের পাশাপাশি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে।
আরো কর্মসূচি: বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন হরতাল ও অবরোধের পাশাপাশি আরো নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার (০৯ মার্চ) দেশের সব  জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বিএনপির সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এ সব এ সব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহ্বান জানান বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।