প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ

18

photo, biswanath, 05.03.15বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
সিলেট জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেছেন, প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো বাংলাদেশের কোথাও শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করা হয়না। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের প্রবাসীরাই কেবলমাত্র শিক্ষাকে এগিয়ে নিতে একযোগে কাজ করে যাচ্ছেন। তারা ট্রাস্ট গঠনসহ আরো বিভিন্ন মাধ্যমে এলাকার উন্নয়নসহ সকল প্রকার উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।  গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও স্থানীয় উপদেষ্টা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ১৬ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।
প্রাচীণ বিদ্যাপীট রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ইউএনও মুহাম্মদ আসাদুল হক। ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামসুন্দর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. তজম্মুল আলী,  ট্রাস্টের ট্রেজারার প্রবাসী কমিউনিটি নেতা মো. মিছবাউদ্দিন, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালালউদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুব আলম, ট্রাস্টী আব্দুল আজিজ নুনু, কবির মিয়া, উস্তার আলী, আব্দুল ওয়াহিদ, নেছার আলী, মনোহর আলী, আজহার আলী, উত্তর বিশ্বনাথ আমজল উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ ও ট্রাস্টের সুবিধাভোগি, লিডিং ইউনির্ভাসিটির ছাত্রী জান্নাতুল হামিদা প্রিয়াংকা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মো. আব্দুল বারী। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাব অপরাংশের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিন, সহসভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য প্রণঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নুর উদ্দিন ও আবুল কাশেম। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ে খেলা সামগ্রী, প্রথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬লাখ টাকার বৃত্তি তুলেদেন অনুষ্ঠানের অতিথিরা।