একদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জের পাথর কোয়ারীতে আবারো মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

41

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ উপজেলায় এক দিনের মাথায় আবারো মাটি চাপা পড়ে আরো এক পাথর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইলিয়াছ চেয়ারম্যনের কোয়ারিতে মাটি চাপা পড়ে সুনামগঞ্জ জেলার  চন্দন (৪৫) নামের ঐ ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনা কাউকে না জানিয়ে লাশটি গুম করার পাঁয়তারা করছিল কোয়ারি মালিক ইলিয়াছ চেয়ারম্যান। কিন্তু সন্ধ্যার পর পুলিশ খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করেছে। বর্তমানে লাশটি ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য পাঁয়তারা করছে কোয়ারী মালিক।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মাটি চাপা পড়ে চন্দন নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোয়ারী মালিক ইলিয়াছ চেয়ারম্যান তা কাউকে না জানিয়ে রেখেছিল। তবে পুলিশ খবর পেয়ে সন্ধ্যা পরে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে চার শ্রমিক উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের সেলিম (৪০), ধানা মিয়া (২২), মইন উদ্দীন (৩৫) ও দিলু হোসেন (২৪)। মৃত্যু হয়েছিল। গত রবিবার রাত  ৯টার দিকে স্থানিয় জামিল মিয়া ও দিবল মেম্বারের কোয়ারীতে এ ঘটনা ঘটে।