নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কানাইঘাটে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

53

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জয় চক্রবর্তী মুন্নার মুক্তির দাবিতে গত বুধবার বিকেল ৫টায় কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী পৌর ত্রিমোহনী পয়েন্টে পথ সভায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেজওয়ান উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা বুরহান উদ্দিন, নজির আহমদ, সাহেদ আহমদ, আলিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ, দুলাল, কামরুল, সুমন, আলী হোসেন, জহির, সেবুল, জাবের, জেলা প্রজন্মলীগ নেতা খাজা শাহীন আহমদ, যুবলীগ নেতা দুলাল আহমদ, বাবুল উদ্দিন, ছাত্রলীগ নেতা আলমাছ উদ্দিন, রিজভী, আক্তার হোসেন, আশিক, ইয়াহিয়া ডালিম, শাহেদ আহমদ, শিহাব আজিজ, জামিল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক ভাবে উপজেলা আ’লীগ নেতা কয়সর আহমদ মেম্বার, ফয়াজ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ এবং গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জয় চক্রবর্তী মুন্নার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের ভিতরে গাফটি মেরে থাকা দালালরা উক্ত মামলা দায়ের করে মুজিব আদর্শের সৈনিকদের হয়রানী করছে। অবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যে কোন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে প্রতিবাদ সভায় হুঁশিয়ার উচ্চারণ করা হয়।