সেই শিক্ষা অফিসার জগন্নাথপুরেও যোগদান করতে পারেননি

29

মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
সেই বিতর্কিত শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জগন্নাথপুরেও যোগদান করতে পারেননি। অবশেষে তাকে ফেনী জেলার ছাগলনাইয়্যা উপজেলায় বদলি করা হয়েছে।
জানা গেছে, ২০১০ সালে নানা বিতর্কের জন্ম দেন তৎকালীন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষক সমাজ। তখন মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলনের মুখে তাকে জগন্নাথপুর থেকে বদলি করা হয়। এরপর সিলেটের বালাগঞ্জে গিয়ে সিলেটিদের কটাক্ষ করে ও হিন্দু ধর্মাবলম্বীদের গালিগালাজ করে তিনি আবারো বিতর্কিত হয়ে পড়েন। সেখানেও বিভিন্ন আন্দোলনের মুখে তাকে বালাগঞ্জ থেকে রাজনগরে বদলি করা হয়। শিক্ষক সমাজের আন্দোলনের মুখে তিনি রাজনগরে যোগদান করতে পারেননি। তাকে আবার সেই জগন্নাথপুরে বদলি করা হয়। তখন জগন্নাথপুরে যোগদান করতে তিনি মরিয়া হয়ে উঠেন। গত ২৯ জানুয়ারী বৃস্পতিবার  জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসে এসে যোগদান না করেই তিনি শিক্ষা অফিসারের চেয়ারে বসে পড়েন। এ সময় শিক্ষা অফিসে উপস্থিত লোকজন অবাক হয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুরের শিক্ষক সমাজসহ সর্বস্তরের জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও তার অনুসারী কিছু সংখ্যক শিক্ষক আনন্দে নেচে উঠেছিলেন এবং তারা গলা ফাটিয়ে বিতর্কিত শিক্ষা অফিসারের অনেক গুণকীর্তন করেছিলেন। তিনি জগন্নাথপুরে নাকি সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসে যোগদান করছেন, এসব গুজবে কেটে যায় কয়েক দিন। অবশেষে সকল নাটকীয়তার অবসান হয়। তাকে জগন্নাথপুরে যোগদান করতে দেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এক আদেশে স্বারক নং-প্রাশিঅ/৯/প্রাই/প্রশা-২-১৪(৪০)/১৮তাং৪/২/২০১৫ইং মুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জগন্নাথপুর থেকে ফেনী জেলার ছাগলনাইয়্যা উপজেলায় বদলি করেন।