সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, আওয়ামীলীগের মিছিলে সহযোগিতা

34

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
২০ দলের ডাকা হরতালের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েফে পুলিশ। অপর দিকে পুলিশের সহযোগিতায় শহরে মিছিল করেছে আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের নতুন কোর্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের জামতলা পয়েন্ট পৌছলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে নতুন কোর্ট এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা অধ্যক্ষ শেরগুল আহমদ, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আব্দুল হক, হোসেন আমির, ছাত্রদলের সৈয়দ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন, শাহ ফরহাদ, মশিউর রহমান জুনেদ, রুপক প্রমুখ। সমাবেশে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ পুলিশের বেতন হয় এদেশের মানুষের ট্যাক্সেও টাকায় পুলিশ অবৈধ সরকারের কথা বেশি দিন শুনবে না তারা এদেশের জনগণের কথা শুনবে। তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করে বলেন, নির্যাতন যতবাড়বে আন্দোলনের ফসল তত বেশী পাওয়া যাবে। আসুন অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলকে আরো বেগবান করি। অপর দিকে ২০দলীয় জোটের ডাকা হরতালের বিপক্ষে সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেছে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের রমিজবিনীস্থ আ’লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদিক্ষণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। এতে জেলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিলের সামনে পেছনে পুলিশের গাড়ি চলতে দেখা গেছে।
হরতালে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সকাল থেকে অধিকাংশ দোকান বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃ্খংলা বাহিনীর সদস্যরা ততপর ছিলেন।