কুলাউড়ায় অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

19

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা গ্রামে গতকাল বৃহস্পতিবার এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ততরা। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর এক সদস্যসহ ৫জন আহত হয়েছে।
ভুকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া জানান, জাব্দা গ্রামের আব্দুল আলী, কাদির মিয়া ও ইদ্রিছ মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সকাল ৯টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ৩টি পাকা ঘরের সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন অনেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে সুরমান মিয়া, সবুজ মিয়া, ইসমাইল আলী, আজমল আলী এবং দমকল বাহিনীর সদস্য ফায়ারম্যান ইমদাদুল হক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস কুলাউড়া ষ্টেশন অফিসার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে জানান।