পুলিশের উপর হামলার ঘটনা ॥ কুলাউড়ায় পৌর প্যানেল মেয়রসহ দেড়শ জনের বিরুদ্ধে মামলা

29

কুলাউড়া থেকে সংবাদদাতা :
পুলিশের উপর হামলার অভিযোগে কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু ও যুবদল নেতা পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকনসহ ২৭ জনের নাম উল্লেখসহ করে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-যুবদলের ৩ জন কর্মীকে  গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারী সোমবার বিএনপির কালো পতাকা মিছিল শেষে শহরের ষ্টেশন চৌমোহনীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে বিএনপির মিছিল থেকে তাদের উপর হামলা চালানো হয়। এই সময় পুলিশের তিনজন সদস্য আহত হন।
জানা গেছে, ঘটনার পরই পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। পরে পুলিশের এসআই আসলাম বাদী হয়ে পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু ও যুবদল নেতা পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকনসহ ২৭ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামী করে মামলা করা হয়।
কুলাউড়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অমল কুমার ধর মামলা এবং গ্রেফতারের কথা স্বীকার করে জানিয়েছেন গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।