গোয়ালাবাজারে মতবিনিময় কালে ইয়াহ্ইয়া চৌধুরী এমপি ॥ ব্যবসায়ীরা আতঙ্কিত না হয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার আহব্বান

45

ahihaওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের গোয়ালা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে মতবিনিময় করলেন  সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। গতকাল বিকালে দক্ষিণ গোয়ালা বাজার এলাকায় মতবিনিময়ের পর বাজার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পুলিশ কর্তৃক অযথা হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তাগণকে বলে দিয়েছি। পুলিশ অযথা কারো বাড়িতে গ্রেফতার অভিযানে না গিয়ে  ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। তাই ব্যবসায়ীরা আতঙ্কিত না হয়ে সুষ্ঠুভাবে যথা সময়ে প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, আনহার আহমদ, আলী আহমদ চৌধুরী, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন, সমাজ সেবক সহল আল-রাজি চৌধুরী, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি সুফি মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খালেক হোসেন গজনবী, সহ-সভাপতি সিদ্দেক মিয়া, সিরাজ মিয়া, গোয়ালা বাজার বণিক সমতির সাধারণ সম্পাদক ডা: আব্দুল মুমিন, জাপা নেতা সাইদুর রহমান সৈয়দ, মখলিছ মিয়া, ইউ/পি সদস্য কাজি তুয়েল, জেলা যুব সংহতির সহ-সভাপতি তাজিদ বকস্ লিমন, উপজেলা যুব সংহতির আহবায়ক মো: আশিক মিয়া, যুগ্ম আহবায়ক আক্তার মিয়া, মুকিদ মিয়া, আব্দুস শহিদ, যুব সংহতি নেতা শাহিন আহমদ, নুরুল সাদিক, লাল মিয়া, ফখরুল মিয়া, জানা মিয়া, অলি আহমদ প্রমুখ।