তাৎক্ষণিকভাবে পুলিশকে অপরাধের খবর জানান – উপ পুলিশ কমিশনার

41

kotowly-Opiun -pic---22-11-14.docসিলেট কোতোয়ালি থানার ওপেন হাউজ ডে’তে ছিনতাই, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। গতকাল শনিবার দুপুরে থানার হলরুমে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোতোয়ালি মডেল থানার এসি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর শাহ মবশ্বির আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ। বক্তব্য রাখেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিলেট জেলা জজকোর্টের এপিপি আলী মোস্তফা মিশকাতুন নূর, মাসুক আহমদ, জাহাঙ্গীর আলম, সিরাজ আহমদ, আলা উদ্দিন, ওলিউর রহমান চৌধুরী প্রমুখ।
ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিভিন্ন ওয়ার্ডের বক্তারা অভিযোগ করেন- বিভিন্ন পাড়া-মহল্লার কলোনীতে অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। এসব কলোনীতে সন্ত্রাসী-ছিনতাইকারীরা বসবাস করে। সকালে মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীরা ছিনতাই করে। থানার অধীভুক্ত বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। কীনব্রীজের নিচে ছিনতাইকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। পুলিশের সাথে তাদের সখ্যতা রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।
অভিযোগের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ বলেন, আপনারা পাড়া-মহল্লায় নৈশ প্রহরী বাড়ান। পুলিশকে সহযোগিতা করুন। তাৎক্ষণিকভাবে পুলিশকে অপরাধের খবর জানান, পুলিশ ব্যবস্থা নেবে। বিজ্ঞপ্তি