দক্ষিণ সুনামগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

53

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় আগমী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুর্শেদা জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ মিয়া, উপজেলা সমবায় অফিসার আবু তাহের, উপজেলা প.প. কর্মকর্তা চৌধুরী মো. রাজিব মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, উপজেলা পরিসংখ্যান অফিসার কৃষ্ণ পদ সূত্রধর, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিসার নিতিশ বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদির সরকার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা কম্পিউটার ফেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাংবাদিক সোহেল তালুকদার, আমরিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুনছর মো. ইব্রাহিম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল কান্তি তালুকদার, আব্দুল মজিদ রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধির মজুমদার, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, ইউআরসি ইন্সপেক্টর মো. ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা বিচিত্র দাস সহ প্রমুখ।