পুণ্যভূমি সিলেটকে ধ্বংস কইরেন না – অতিরিক্ত পুলিশ সুপার

36

photo, biswanath, sylhet  16.11.14বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেছেন, যেসকল এলাকায় অপরাধ কর্মকান্ড বেশী হয়ে থাকে, সেসব এলাকার কোননা কোন লোক জড়িত থাকেন। অতএব এলাকার জনগণ সচেতন থাকলে ওই এলাকার ক্রাইম অনেকটা কমে আসবে। পুলিশ সাংবাদিক আর সচেতন জনগণসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, আপনাদের সিলেটকে পুণ্যভূমি বলা হয়ে থাকে। তাই অপরাধ করে পুণ্যভূমি সিলেটকে ধ্বংস কইরেন না।
ওসি রফিকুল হোসেনের সভাপতিত্বে ও এসআই মশিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর দক্ষিণ সার্কেল এএসপি গোপাল চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, হাবড়া বাজার বণিক সমিতির সভাপতি আফিজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সবুজ সিলেট প্রতিনিধি তজম্মুল আলী রাজু,।
সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, হাবড়া বাজার মসজিদের ইমাম মোহাম্মদ জিয়া উদ্দিন, ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, বনিক সমিতির কোষাধ্যক্ষ আরাফাত আলী, ডাক্তার ভিবাংশু গুন বিভূ, ও আব্দুর রউফ।