দরগা গেইটে শিবির-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ॥ ১৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ॥ একজন গুলিবিদ্ধ

30

DSCF2464স্টাফ রিপোর্টার :
নগরীর দরগাগেইট এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শিবিরের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন এসএমপি’র এডিসি(মিডিয়া) মো: রহমত উল্যাহ। পুলিশ এক শিবির কর্মীকে আটক করেছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে দরগাগেইট এলাকা থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রুবেল নামের এক যুবককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পথচারী বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় এক শিবির কর্মীকে আটক করেছে। তবে, তার নাম জানা যায়নি।Untitled-111111
কোতয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মিছিলের প্রস্তুতির সময় দরগাগেইটে শিবিরের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটে।