আলোর ধারা’র নেটওয়ার্ক এর তথ্য প্রকাশ ॥ দেশের মোট কিশোরীদের ৩ জনের একজন মা হচ্ছে

52

বাংলাদেশের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ হচ্ছে কিশোর-কিশোরী। আর মোট কিশোরীদের মধ্যে প্রতি ৩ জনের একজন কিশোরীই মা হচ্ছে কিংবা গর্ভবতী হচ্ছে। আরএফএসইউ ও রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)-এর সহযোগিতায় যুব-বান্ধক সেবা কেন্দ্র ‘আলোর ধারা’র নেটওয়ার্ক মিটিংয়ে এই তথ্য জানানো হয়। নেটওয়ার্ক মিটিংয়ে ফারজানা রহমানের পরিচালনায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস। নগরীর একটি রেষ্টুরেন্টে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্ক মিটিংয়ে প্রকল্প বিষয়ক বক্তব্য রাখেন আরএইচস্টেপ-এর টিম লিডার শাকিরা রেজা নোভা। বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, দৈনিকন্তুণ্যভূমির বার্তা সম্পাদক আফম সাঈদ, ব্র্যাকের ডা. শুক্লা দে, এসএসকেএফ’র মফিজুর রহমান বাবুল, বর্ডার গার্ড স্কুলের ফিজিক্যাল এন্ড হেলথ’র শিক্ষক হাসান আল শামসুজ্জামান, মেরী স্টোপস’র প্রোগ্রাম অফিসার মোহন লাল দাস, কামাল আহমদ, নজিবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি