শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিগত ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছে নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিকাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সায়েদ মায জারদি, পরিসংখ্যান বিভাগের মো: হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের মজিদুল হক, বাংলা বিভাগের ইউসুফ হোসেন টিটু, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার সায়েন্স বিভাগের শুভ্র রায় শ্যাম, বাংলা বিভাগের মোহাম্মদ রাকিবুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের মো: আকাশ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের ফারহান হোসাইন চৌধুরী, লোক প্রশাসন বিভাগের মারুফ মিয়া, পলিটিকাল স্টাডিজ বিভাগের দুর্জয় সরকার নিলয়, পদার্থ বিজ্ঞান বিভাগের মো: সিয়াম খান, পদার্থ বিজ্ঞান বিভাগের সজিব চন্দ্র নাথ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার সায়েন্স বিভাগের মো: লুকমান হোসাইন, বাংলা বিভাগের মো: নাফিউজ্জামান, ইংরেজি বিভাগের তৈমুর সালেহীন তাউস, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন মিশু, অর্থনীতি বিভাগের রিদোয়ান হোসাইন, বাংলা বিভাগের ইসমাইল হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের মো খলিলুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের রেজাউল হক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের রাউফুন জাহান মিলেনিয়াম, সমাজবিজ্ঞান বিভাগের মো: মাইদুল ইসলাম, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সজিবুর রহমান, বাংলা বিভাগের মনিরুজ্জামান মুন্না, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের মুজাহিদুল ইসলাম সায়মুন এবং নৃবিজ্ঞান বিভাগের মো: আসিফুল ইসলাম।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন শাবি ছাত্রলীগের সভাপতি মো খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।