আতিকুর রহমান, ছাতক
ছাতকে প্রকাশ্যে কৃষকের ক্ষিরা ক্ষেতের চারা গাছ উফরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের মাঠে এঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, ছাতক প্রেসক্লাব সদস্য মো. নুর উদ্দিন একই গ্রামের মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে প্রায় ৩৫ শতক জমিতে ক্ষিরা চাষাবাদ করেন। তিনি এর আগেও দুই বছর এ জমিতে ক্ষিরা চাষাবাদ করেছিলেন। ক্ষিরা, ধান, শাক সবজি চাষাবাদ করে পরিবারে জীবন জীবিকা পরিচালনা করে থাকেন তিনি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চৌকা গ্রামের তেরা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে জমিতে এসে ফসলকৃত ক্ষিরার চারা উপরে ফেলে।
স্থানীয় একাধিক কৃষকসহ ক্ষতিগ্রস্ত নুর উদ্দিন জানান, মূলত এই জায়গাগুলো চৌকার তেরা মিয়াসহ তার সকল ভাই বোনদের। সম্প্রতি ৩০ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক রাখেন হলদিউরা গ্রামের মনফর আলী। তিনি ওই মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে পর পর তিন বছর ধরে এই জমিতে ক্ষিরা চাষাবাদ করে আসছেন। জমি প্রস্তুতসহ ক্ষিরা চাষাবাদে তার প্রায় ৩০ হাজার টাকা ব্যায় হয়েছে। এক মাস পর গাছে ক্ষিরা ধরতো এবং বাজারে বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা আয় করতেন। কিন্তু এই স্বপ্ন তার নিমিষেই বিনষ্ট করেছেন তেরা মিয়াসহ তার সহযোগিরা। তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে প্রায় দু’শ গজ দূরে থানা পুলিশের এএসআই ত্বোহা ঘটনাটি দেখেও রহস্যজনক কারণে তিনি কোন বাঁধা দেননি বরং নিরব ছিলেন। তার উপস্থিতিতে তেরা মিয়া ক্ষিরার চারা উপরে ফেলে এতে প্রমানিত হয় এই ক্ষতি করতে তিনি পক্ষকে সহযোগিতা করেছেন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তারাও ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দাবি করে বলেন, ভাইয়ে ভাইয়ে দ্ব›েদ্ব বর্গা চাষির ক্ষিরা চারার সাথে এ কেমন শত্রæতা? অপরাধীর শাস্তিসহ এঘটনার বিচার চাই।