চিকনাগুলে স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি

1

জৈন্তাপুর সংবাদদাতা

জৈন্তাপুরের চিকনাগুলে এক স্কুল শিক্ষিকার বাড়িতে দিন-দুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির ৩টি রুমের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে চোরচক্র। বুধবার দুপুরে ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা লক্ষিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হানিফা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্কুল শিক্ষিকা জানান- প্রতিদিনের মতো সকাল ৯টায় ঘরের প্রধান দরজায় তালা দিয়ে স্কুলে যাই। বিকেলে ৫ টায় বাড়ি ফিরে দরজার তালা ভাঙ্গা রয়েছে ও ঘরে প্রবেশ করে প্রত্যেক রুমের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাই। স্টিল আলমারি, ওয়ারড্রবের ড্রয়ারে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা।
এ বিষয়ে শিক্ষিকার ভাই চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমার বোন ২য় তলা বাসার নিচতলায় একাই থাকেন এই সুযোগে ঘর ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটে। চোর চক্রকে ধরতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।