১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু ৯ নভেম্বর

29

কাজির বাজার ডেস্ক
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শনিবার এনটিআরসিএ’র সদস্য (যুগ্ম সচিব) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন ড. মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন প্রার্থী স্কুল বা স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়েই আবেদন করতে পারবেন। এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় মোট নম্বর হবে ১০০, এর মধ্যে বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ গণিত-২৫ ও সাধারণ জ্ঞান-২৫।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে আরও বলা হয়, শিক্ষাগত যোগ্যতায় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ-শ্রেণি-সমমান গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে। নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির ৪নং অনুচ্ছেদে উল্লিখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরু হবে আগামী ৯ নভেম্বর সকাল নয়টায়। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) এসএমএস-এর মাধ্যমে (বিজ্ঞপ্তির ৫নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।