সিলেট সিটি কর্পোরেশনের দুদিন ব্যাপি টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন

5

 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোরা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডের ৮৪টি টিকা কেন্দ্রের মাধম্যে কোভিড-১৯ টিকার ৩য় ডোজ ও ৪র্থ ডোজ প্রদান করা হয়েছে।
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি সিসিক ক্যাম্পেইন পরিচালনা করলেও চাহিদা মোতাবেক টিকার সরবরাহ করতে পারিনি।
ফলে অনেক টিকাগ্রহিতা কেন্দ্রে আসলেও তাদের টিকা দেয়া সম্ভব হয়নি। এজন্য সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে দু:খিত।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনকে টিকা সরবরাহ করে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিসিককে দশ হাজার ডোজ টিকা প্রদান করা হয়। দুদিনের টিকাদান দান ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশনের সকল কেন্দ্রে দশ হাজার ডোজ টিকা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি