গোয়াইনঘাট কুখ্যাত দুই গরুচোর গ্রেফতার

10

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের গোয়াইনঘাটে কুখ্যাত গরুচোর কামরুল (২৮) ও কালা মিয়া (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং সতি গ্রামবাসীর সহযোগিতায় কুখ্যাত ওই দুই চোরকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের উপর নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলা রয়েছে। অপর দিকে, একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে কালা মিয়ার উপর নারী ও শিশু নির্যাতন, সিএনজি ছিনতাই ও গরুচুরিসহ ৫ টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরুচুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলাবাসীর জন্য আতঙ্ক হয়ে উঠে। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কামরুলকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যান। অবশেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় লেঙ্গুড়া ইউনিয়নে বিট কর্মকর্তা এসআই মিহির চন্দ্র দাসসহ পুলিশের একটি দল শুক্রবার রাতে সতিগ্রামে অভিযান চালিয়ে কামরুল ও কালা মিয়াকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরুল ইসলামের নেতৃত্বে লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি মামলার আসামি কামরুল ও ৫ টি মামলার আসামি কালা মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।