বিজয় উন্মাদনা

3

নাসরীন খান :

আমি পাল তোলা এক নৌকার গায়ে
এঁকে দিলাম জলছবি
বাতাস বাহনে যাবে ছুটে
প্রেমের স্বপ্নপুরি।
আজ সেখানে উড়ন্ত বিজয়ের বাদাম টানা
বিকেলের সূর্যের লাল কিরণে খোঁজে পেলাম
সুখের হলদে আভা।
নিশ্চিত রাতের অন্ধকারে হ্যাজাকের আলোয়
তারাভরা আকাশ ছাউনি আমার।
ভাসছি শান্ত জলে বিরামহীন সুখে
স্বপ্নীল সবুজে গালিচায় দু’পায়ের নুপুর
রিনিঝিনি বাজে।
নির্জন প্রান্তরে ছুটে মন
আনন্দ অবগাহনে
চাঁদের আলোয় আবছায়া গড়ন
কোন পিছুটান নেই।
সময়ের বন্ধনহীন যাত্রী
দূরত্বের পরিধিবিহীন
বিজয়ের উন্মাদনা চোখে।