মোর প্রিয় সত্তা

21

তুষার ইসলাম :

হে প্রিয় সত্তা মোর শুনছো তোমায় বলছি
শুনেছি তুমি আমার দেহপিঞ্জিরার সাথে অভিমান করেছো।

ছেড়ে চলে যাবে বহুদূর সকল মায়ামোহ কে তুচ্ছ করে
কোন এক অচিনপুড়ে।

সে জন্মলগ্ন থেকে মোর প্রিয় সত্তা
তুমি ছিলে দেহপিঞ্জিরার মেরুদÐ
সে তুমি হিনা কী করে বেচেঁ থাকবো এ ধরণীতে।

প্রিয় সত্তা স্রষ্টা তোমায় করিইয়া সৃষ্টি
দেহপিঞ্জিরার সাথে লাগায়া জোড়া দান করেছে জিন্দেগী।

সেই জোড়া ভাঙিয়া গেলে কভু লাগবে কী আর জোরা
দেহপিঞ্জিরা খাইবো পোকা মাটিতে যাবে মিশে।

যৌবন আমার খাইছে ঘুণপোকায়
গায়ের চামড়া হয়ছে ঢিলে

পাক ধরছে চুলে
এই না কলিযুগে
অল্প বয়সে হয়ছি ভুড়ে।

এই নিদানকালে দেহপিঞ্জিরা ছেড়ে চলে যাবে
মোর প্রিয় সত্তা এই তো বিধাতার খেলা।