সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন উন্নীত করতে চুক্তি সই

17

কাজিরবাজার ডেস্ক :
সিলেট-ঢাকা জাতীয় মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের ওয়ার্ক প্যাকেজ ডব্লিউপি-৬ ও সার্ভিস প্যাকেজ এসপি-১ চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল করিম।
জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছে। এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদফতর।
প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্প ব্যয় ১৬ হাজার ৯১৮ দশমিক ৫৮৮১ কোটি টাকা। এডিবি প্রকল্প সাহায্য দিচ্ছে ১৩ হাজার ২৪৪ দশমিক ৬৮৯৫ কোটি টাকা। সরকার দিচ্ছে ৩ হাজার ৬৭৩ দশমিক ৮৯৮৬ কোটি টাকা।
প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় এ প্রকল্প চলবে।
প্রকল্পটির আওতাধীন সড়কের মোট দৈর্ঘ্য ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার। এ প্রকল্পের আওতায় ৬৬টি সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ০২ কিলোমিটার ও আটটি রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৫ দশমিক ৩৯৫ কিলোমিটার। ভূমি অধিগ্রহণ করা হচ্ছে ১ হাজার ৩৩ দশমিক ৫৭ একর।
ঢাকা-সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডর ও সার্ক হাইওয়ে করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিক বিবেচনায় নিয়ে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়।