হযরত আব্দুল কাদির জিলানী (র.) সময়ের শ্রেষ্ঠ আলিম ও বুযুর্গ ছিলেন -মাওলানা মাহমুদ হাসান ফুলতলী

35
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে হযরত আব্দুল কাদির জিলানী (র:) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, হযরত আব্দুল কাদির জিলানী (র.) সময়ের শ্রেষ্ঠ আলিম ও বুযুর্গ ছিলেন। হাদীস, তাফসীর, ফিকহসহ দ্বীনী সকল বিষয়ের জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ছিলেন দ্বীনের একজন দাঈ ও তরীকায়ে কাদিরিয়ার প্রতিষ্ঠাতা। তাঁর অনেক কারামত রয়েছে। আউলিয়ায়ে কিরামের কারামত সত্য। যারা কুরআনকে বিশ্বাস করেন, তারা কারামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। অবশ্য, কেউ কেউ নিজের বক্তব্যকে হৃদয়গ্রাহী করার জন্য বানিয়েও অনেক ঘটনা বলেন। আমরা এ ধরনের মিথ্যাচার থেকে দূরে থাকার আহবান জানাই। আমাদেরকে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.) এর জীবনের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে হবে। তিনি অনেক গ্রন্থ লিখে গেছেন, যা আজ অবদি উম্মতে মুহাম্মদিকে ইলমের খোরাক যোগায়, আদর্শের পথ দেখায়। আমাদের সেগুলো অধ্যয়ন করতে হবে।
৭ নভেম্বর (১১ রবিউস সানী), সোমবার, বিকাল ৩টায় সিলেট নগরীর অভিজাত একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ‘হযরত আব্দুল কাদির জিলানী (র.) : জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ফরহাদ ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, শাখা সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, আশিকুর রহমান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু হেনা ইয়াসিন, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, নিউ লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুল হান্নান, শাখা সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন, আতিকুল ইসলাম রেদওয়ান, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গুলজার আহমদ, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সভাপতি মাহমুদুল হাসান, মদন মোহন কলেজ সভাপতি রাকিবুর রহমান, টিটি কলেজ সভাপতি আব্দুল করিম, এমসি কলেজ শাখা সহ-সভাপতি আব্দুল হক, সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড সভাপতি আবুল আহসান ইয়াসিন, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ৯নং ওয়ার্ড সভাপতি শাহরিয়ার আহমদ শামীম, ২২নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া আহমদ, ২৪নং ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন মানিক, ২৭নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি নাজমুল হাসান রাসেল, ২০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাইম আহমদ, ২১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি