রুস্তম আলী

18

আশ্চর্য :

চীনের বিস্তর প্রাচীর, আগ্রার তাজ মহল ও
আধুনিক সভ্যতার আবিষ্কার দুরদর্শন, বেতার
সংযোগ রেডিও, মোবাইল কোনওটাই আমার
কাছে আশ্চর্য নয়।
আমার কাছে সাবলিল গাত্রে অদ্যাবধি বেঁচে থাকাটাই আশ্চর্য।
কেননা মৃত্যু সবার ডীবনেরই চিরবাস্তব।
জন্মাবধি থেকে মৃত্যু ডানে, বামে, সামনে পিজনে,
সর্বদা প্রতীক্ষারত
তারপরও বেঁচে আছি।
প্রত্যেকটা জীবনের নির্ধারিত মৃত্যু
নিজের অজান্তে সুস্থ অসুস্থ যে কোনও পরিস্থিতিতে
মুখোমুখি হতে পারে তা নিশ্চিত।