এস ডি সুব্রত

6

সবুজ বাংলায় :

রোদমাখা সোনালী ভোর পাখির ডানায়
বিষাদরাতে স্বপ্নের কলি ঝড়ে বুকের উদ্যানে
বিষন্ন গোধূলিতে নৈঃশব্দ্যের আঁধার,
সুরেলা কোকিল কন্ঠ উধাও যেন
অযুত সম্ভাবনার ঠিকানা ক্ষণিকেই তাসের ঘর
জোছনা ছড়ানো চাঁদ কেবলি হারায়,
শ্যামল বাংলার সোনার মানুষ কেন জানি
প্রায়শই ভুল ব্যাখ্যায় হাঁটে ন্যায়ের পথ ছেড়ে
প্রপাগান্ডায় বিকিয়ে আপন বিবেক,
কবি তবু অক্ষরে অক্ষরে স্বপ্ন সাজায়
দেশ ও মানুষের আলোর পথের শুভ যাত্রায়
ফুল পাখি গানে ভরা সবুজ বাংলায়।