নগদ’র মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে একটি অনন্য ভূমিকা রাখবে ——————–চেম্বার সভাপতি

30

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাহমীন আহমদ বলেছেন, নগদ’র মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে একটি অনন্য ভূমিকা রাখবে। শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে গতি এনেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। বিশ্লেষকদের মতে, তিন স্তরের তদারকির মাধ্যমে নগদ-এর তৈরি করা তথ্য ভান্ডারের সুফল পাচ্ছেন তৃণমূলের নারী অভিভাবকরা। তবে এই বিষয়ে অপ্রপচার চালাচ্ছে স্বার্থলোভী কিছু মহল। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর আম্বরখানাস্থ স্থানীয় নগদ এর ডিস্টিবিউশন অফিসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদ, ফিন্যান্সিয়াল সার্ভিস এর (এমএসএস) সেবা মোবাইল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স প্রাপ্তিতে অনুমোদিত ডিস্ট্রিবিউটর জারা এন্টারপ্রাইজ সিলেট এর উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগদ সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আবু জুবের চৌধুরী, নগদ অনুমোদিত ডিস্ট্রিবিউটরের জারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, সিলেটের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান পানসী গ্রুপের অন্যতম পার্টনার নুরুজ্জান সিদ্দিকী মুক্তা, এমডি সালাউদ্দিন আহমেদ, রফিক আহমেদ, নগদ এর সেলস ডিভিশন ফাতিন হাসনাত চৌধুরী, শাহীন ট্রেডার্স ও পানসী গ্রুপের অন্যতম পরিচালক শফিকুল ইসলাম, ডিস্ট্রিবিউটর ম্যনেজার লুৎফুল হক।
ডিস্ট্রিবিউশন সেলস প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন আর আহমদ, আব্দুল আহাদ শুভ, আসাদ আহমদ, সাইফুল ইসলাম, উজ্জল, আকাশ, সালেহ আহমদ, লিটন, আমিনুল ইসলাম, অপু, তামিম, নাঈম হাসান, রবিন, সুমন দেব, ইফতেফার আহমেদ করিম, শাহিন, নাঈম, রাহেল, ফজর আলি, রনি মাহফুজ, হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি