গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ও কালো ধোঁয়া নিধন অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা আদায়

2

স্টাফ রিপোর্টার :
সিলেটে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও কালো ধোঁয়া নিধনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ২১টি গাড়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানের তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন- শব্দ দূষণ ও কালো ধোঁয়া বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১টি যানবাহনকে জরিমানা করা হয় এবং ২৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও কালো ধোঁয়া নিধনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে জেলা আনসার ও ভিডিপির একদল সদস্য।