মোঃ রুহুল আমিন

5

শোকে কাতর জাতি :

মহান নেতা জাতির জনক
নেতাগণের সেরা,
জাতির স্বপ্ন পূরণ করতে
ছিলো আঁধার চেরা।

একটি স্বাধীন দেশের জন্য
সজাগ ছিলে তুমি,
পাক বাহিনীর কবল থেকে
রক্ষা করলে ভূমি।

বীর বাঙালি তোমার ডাকে
জীবন বাজি রাখে,
স্বাধীন দেশের স্বপ্নে বিভোর
বাংলার ছবি আঁকে।

শোকের মাসে শোকের বানে
বাংলার ঘরে ঘরে,
সব বাঙালি তোমার জন্য
শোকে বিলাপ করে।

তোমার স্মৃতি শোকের মাসে
হৃদয়ে দেয় দোলা,
তোমার কীর্তি অম্লান রবে
যায় কি কভু ভোলা!

তোমার কথা পড়লে মনে
চোখ জলেতে ভিজে,
হারায় তোমায় বুজলাম মোরা
ছিলে তুমি কী, যে!

সত্য নিষ্ঠার সৎ সাহসেই
ছিলে তুমিই খাঁটি,
মহান নেতা বাংলায় পেলো
ধন্য বাংলার মাটি।

শ্যামল দেশে তোমার স্মৃতি
সব খানে’ই দেখি,
তোমার উদার মনের কথা
কাব্য কথায় লেখি।