আয়শা সাথী

5

ফেলে আসা দিনগুলো :

শৈশবে কি যে বৈভবে ভাবিতামই ফাঁকি,
বড় হলেই সাঙ্গ হবে ছোটবেলার যন্ত্রণা না’কি!
ভালো যত বাসিতাম নিজ লাভে অভিনয়-ছলে,
বড়বেলায় কেন লোকে তারে অভিনয়ই বলে?
দ্বিধাহীন করিতাম সতত সত্য প্রকাশ,
হারালাম গুণ যত করে ছল-চাতুরীর চাষ।
তটিণী-র হিল্লোলে বহে কাল,বেলা প্রবল,
কত কি যে ছাড়ি রোজ, যাহা করেছিনু সম্বল।
কত মায়া,কত স্নেহ আর যত স্মৃতির পাহাড়,
দু’কূলে বিছিয়েছি অযতনে, যা ছিল পাওয়ার।
যতই বাড়িলাম অষ্ট-প্রহর বয়সের ভারে,
যাতনা ছুঁয়েছে তত, অতৃপ্তিও সমহারে।
দু’কড়ি যে হাসি আনি দিত, খুশি দিত মনে,
দু’কোটি পারে কি দিতে, চাহিদা আবরনে?
হারায়ে সে ছেলেবেলা, যত হারিয়েছি সুখ,
যা কিছু পাব বলে আশায় বেঁধেছিনু বুক!