এম এ রহমান

16

সমুদ্রের পথে :

অফিসের পর আমার তেমন কাজ-ই থাকে না
তখন পড়তে বসি -তোমাকে মুখস্থ করি
বারান্দায় বৈকালিক আয়েশি চায়ের কাপে
কিচেনের ভাত সিদ্ধ জলের তৃষ্ণায়
বেডরুমে নিয়মিত তোমার পৃষ্ঠাগুলো উল্টে দেখি
তারপর তোমার নিশব্দ চোখের গভীরে ডুবে যাই
তোমার শ্রাবণ মেঘে আমার শব্দরা বৃষ্টি হয়
দোচালা টিনের ঘরে আমরা তাদের নৃত্য শুনি
বুক পকেটের ভাঁজে তোমার শব্দকে নিয়ে বের হই
অফিসের ফাঁকে ফাঁকে মুখস্থ করার চেষ্টা করি
কবিতা লেখার চেষ্টা করি- কিন্তু তারা গান হয়
হৃদয় গভীরে বয়ে চলে নদী- মন মাঝি গান গায়
অফিসের পর বাসা ফিরি-বুক পকেটে জমাই শব্দ
মন মাঝি হাল ধরে,গান গায় – বয়ে চলে সমুদ্রের পথে।