পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান ॥ যে দেশের বিচার ব্যবস্থা যত ভালো সে দেশ তত উন্নত

4
পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে বক্তব্য রাখছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী।

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন, বিচার বিভাগ রাষ্ট্রের তিন অঙ্গের একটি অঙ্গ। বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিচার বিভাগের সাথে পুলিশের নাড়ির সম্পর্ক রয়েছে। পুলিশের কার্যক্রম বিচার নিষ্পত্তির সহায়ক। যে দেশের বিচার ব্যবস্থা যত ভালো, সে দেশ তত উন্নত। পুলিশ বিভাগসহ সকল এজেন্সির আন্তরিক প্রচেষ্টায় মানুষকে দ্রুত ন্যায় বিচার করা সম্ভব।
শনিবার (১১ জুন) সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দ্রুত বিচার কাজ সম্পন্নে সবাইকে আন্তরিক হতে হবে।
সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ’র সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব’র সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন-সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপার মুহা. খালেদ-উজ-জামান,সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের সিভিল সার্জনের পক্ষে ডা. স্বপ্নীল সৌরভ রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. মো. শামসুল ইসলাম, সিলেট বিদুৎ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা, ফারজানা শাকিলা সুমু চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত তাছনিম, দিলরুবা ইয়াসমিন, মো. আলমগীর হোসেন, আবিদা সুলতানা মলি, আসমা জাহান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল পরিত্রাণ তালুকদার, সহকারি পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, সহকারি পুলিশ সুপার কানাইঘাট সার্কেল মো. আব্দুল করিম, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. জীবন মাহমুদ, বন মামলা সিলেটের পরিচালক দেওয়ান শাহেদুল ইসলাম চৌধুরী, ফরেস্ট রেঞ্জার মো. শহিদুল্লাহ, সিলেটের প্রবেশন অফিসার তমির হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র কেমিস্ট বনানী দাস, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পক্ষে ইএমও ডা. মৃণাল সাহা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক আহমদ, স্টেনোগ্রাফার দীপংকর চন্দ্র পাল, নাজির মো. ফাইজুল ইসলাম, রের্কড কীপার লেনিন পোদ্দার, সিলেট হাইওয়ে পুলিশ, সিআইডি, ডিবি পুলিশের কর্মকর্তা এবং সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা ও ১২ টি থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি