জগন্নাথপুরে পোনামাছ নিধনের দায়ে জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পোনামাছ নিধনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় ও জব্দকৃত জাল ও ছাঁই পুড়ে ধ্বংস করা হয়েছে।
৬ জুন সোমবার হাওর, নদী-নালা ও খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশ এবং আনসার ভিডিপি সদস্যদের সহযোগিতায় উপজেলার রাণীগঞ্জ এলাকায় হাওর ও নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে এক জেলেকে ৫শ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩টি বেল জাল, ৫০০টি ছাই ও ১০ কেজি পোনামাছ। পরে এসব জাল ও ছাই পুড়ে ধংস করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান তা নিশ্চিত করেছেন। সেই সাথে তিনি পোনা নিধন করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং হাওরে দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় সপ্তাহব্যাপী মাইকিং, ব্যানার, লিফলেট বিতরণ সহ বিভিন্ন ভাবে প্রচারণা অব্যাহত রয়েছে।