প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ সিলেট আসছেন

7

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি সাম্প্রতিক আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী ও কৃষি উপকরণ বিতরণের জন্য একদিনের সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেট আসছেন।
তিনি সকাল ৮টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি তাঁর নির্বাচনী এলাকা গোয়াইনঘাটের সালুটিকরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সালুটিকরের চলিতাবাড়িতে নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পরে মন্ত্রী তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগরে উপস্থিতি ও তোয়াকুল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। বেলা সাড়ে এগারটায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা সদরের ডাকবাংলোর সামনে লেংগুড়া ও ডৌবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী ও শহীদ মিনারের সামনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং উপজেলা মিলনায়তনে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন। পরে মন্ত্রী আসামপাড়া মসজিদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন পূর্ব জাফলং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এরপর মন্ত্রী তাঁর নিজ উপজেলা জৈন্তাপুরের জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। মন্ত্রী এদিন রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।