বিজন বেপারী

14

স্বাধীনতার পতাকা :

স্বাধীনতার পতাকাটা
অনেক রক্তে ভেজা,
দুধের শিশু বৃদ্ধ দাদুর
লাল রক্তে মাখা।

দুই লক্ষ মা বোনের
আত্ম চিৎকারে গড়া,
মৃত সন্তানকে কাঁধে নিয়ে
ধুঁকে ধুঁকে চলা।

ত্রিশ লক্ষ বীর শহিদের
ভালোবাসার গান,
পাগল মায়ের অঝোর অশ্রু
যেন সমুদ্রের বান।

ছেলের সামনে বাবার মৃত্যু
গাছে পেরেক ঠুকে,
ষোড়শী মেয়ে পারেনি রাখতে
নিজের ওড়না বুকে।

ওড়না আজি পতাকা হয়ে
স্বাধীনতা এলো,
সবুজের বুকে শহিদ রক্ত
পতাকায় দেখা দিল।