তৃণমূল নারী উদ্যোক্তরা সোসাইটি (গ্রাসরুটস) ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
আগামী ২৭ ও ২৮ মার্চ মৌলভীবাজার জেলার পর্যটননগরী খ্যাত শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তরা সোসাইটির ( গ্রাসরুটস ) আসন্ন ৬ষ্ঠ জাতীয় সম্মেলন।
এছাড়াও (১৪ মার্চ) সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো মাঠে উদ্বোধন হতে যাচ্ছে ১৫ দিন ব্যাপী গ্রাসরুটস এর আয়োজনে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৬ষ্ট জাতীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনীর সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তরা সোসাইটির প্রধান নির্বাহী হিমাংশু মিত্র।
এ সময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলা সূত্রধর, ৬ষ্ঠ জাতীয় সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক মৌ দেব প্রমুখ।
তারা জানান, দুই দিন ব্যাপী আসন্ন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
এছাড়াও সম্মেলনে দেশের নারী উদ্যোক্তা ছাড়াও ভারত শ্রীলংকা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ এবং দেশের অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ।