কানাইঘাটে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলপিজি গ্যাস পাম্প নির্মাণের অভিযোগ

14

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট এর কানাইঘাট পৌরসভার নন্দীরাই বাইপাস মোড়ে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সরকারি ৪ শতক জমির কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে এলপিজি গ্যাসের পাম্প নির্মাণে অভিযোগ উঠেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড সিলেট এর কর্মকর্তারা জানতে পেরে পৌরসভার নন্দীরাই গ্রামের ৫০৬ দাগে অবস্থিত তাদের সরকারি ৪ শতক ভূমির উপর এওয়াই গ্যাস এলপিজি লিমিটেড কোম্পানির পাম্প স্থাপন নির্মাণ সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে উক্ত পাম্পে বিদ্যুৎ সংযোগ প্রদান না করার জন্য দরখাস্ত দায়ের করেছেন। গত ১৪ ফেব্রুয়ারী পানি উন্নয়ন বোর্ডে সিলেট এর একজন কর্মকর্তা বাদী হয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম এর বরাবরে এ লিখিত অভিযোগ দাখিল করেন। জানা যায় পৌরসভার নন্দীরাই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সামাদ গংরা তাদের মালিকানা জমি দাবি করে নন্দীরাই মৌজার, ৫০৬, ৩০৩, সহ আরো ২টি দাগে অবস্থিত ২৫ শতক জমি ভাড়ার মাধ্যমে এওয়াই গ্যাস এলপিজি লিমিটেড এর সাথে মাসিক ১০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করে চুক্তিনামা সম্পাদনা করেন। অভিযোগ উঠেছে সে সব দাগ ও খতিয়ান উল্লেখ করে এ চুক্তিনামা সম্পাদনা করা হয়েছে তার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ৪শতক সরকারি জমি সহ বিএস রেকর্ড মূলে আরো ৬ জনের মারিকানাধীন ১৩ শতক জমি রয়েছে। এছাড়া চুক্তিনামায় ৩০৩ নং দাগ উল্লেখ করা হলেও উপজেলা ভূমি অফিসে গিয়ে এ দাগের কোন অস্থিত্ব পাওয়া যায়নি। জাল-জালিয়াতির মাধ্যমে ভূমির একটি অংশের কিছু কাগজপত্র, পর্চা তৈরি করে আব্দুস সামাদ গংরা এওয়াই এওয়াই গ্যাস এলপিজি লিমিটেড কোম্পানির সাথে চুক্তিনামার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের জায়গা জবর দখল করে সেখানে পাম্প স্থাপন নির্মাণের কাজ করা হচ্ছে বলে অনেকে জানিয়েছে। জানা যায় পানি উন্নয়ন বোর্ডের দায়েরকৃত দরখাস্তের প্রেক্ষিতে চলমান নির্মানাধীন পাম্পে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং অভিযোগের তদন্ত চলমান অবস্থায় রয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তপূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু জমি ভরাট করে নন্দীরাই বাইপাস মোড়ে এওয়াই গ্যাস এলপিজির পাম্প স্থাপনের কাজ চলছে। সেখানে গিয়ে কোম্পানির কোন কর্মকর্তাকে পাওয়া না গেলেও আব্দুস সামাদের ছেলে আব্দুল কাহিরের সাথে দেখা হলে তিনি বলেন যেখানে পাম্প স্থাপনের কাজ চলছে সেই জমি খন্ডটি বৈধ মালিক তারা। গ্যাস কোম্পনির সাথে বৈধ চুক্তিনামা তারা করেছেন এবং জমিরও মালিকানারাও তাদের। পানি উন্নয়ন বোর্ড বা অন্য কারো জমি তারা দখল করে পাম্প স্থাপন করা করছেন না।