গণআন্দোলন গড়ে তুলতে যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে – এড. মোমিনুল ইসলাম মোমিন

4

সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জাতীয়তাবাদী শক্তিশালী করতে ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলকেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আওতাধীন ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দক্ষিন সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, রায়হান আলম, শাহেল আহমদ, আতাউর রহমান, নাজির আহমদ, মো. মিছবাহ উদ্দিন, হুমায়ুন রশীদ, নুরুল হোসেন সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য আশরাফ আহমদ, সাইদুর রহমান সাহেদ, আশফাক আহমদ রাজবীর, রাজু আহমদ, জালালপুর ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, ময়নুল ইসলাম, লিটন আহমদ, মিছবাহ আহমদ, মখন আহমদ, মোস্তাক আহমদ, শাহীন আহমদ, পারভেজ আহমদ, ইয়াকুব আহমদ, আলাল আহমদ, রাসেল আহমদ। প্রতিনিধি সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি